শাইখ নাসেরুদ্দীন সুবহানী (রহ) এর হত্যা

ইরানী সুন্নী শাইখ মুফাসসির ফকীহ শাইখ নাসেরুদ্দীন সুবহানী, যিনি ইরানী ও কুর্দী আহলুস সুন্নাহর একজন সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন,

১- ইরান সরকার ১৯৯০ সালের কুরবানীর ঈদের দিন তাকে ৩৯ বছর বয়সে ফাঁসি দিয়ে হত্যা করেছে। অথচ তারা তার প্রতি কোনো সন্ত্রাস, কিংবা সীমালঙ্ঘন কিংবা অস্ত্র বহনের মত কোনো অপবাদ দিতেও সক্ষম হয়নি।

২- তার পরিবারের কাছে তার লাশটিও সোপর্দ করা হয়নি। তার জানাযায় উপস্থিত হতে অনুমতি দেয়া হয়নি। জানাযার সালাত অনুষ্ঠান ও শোক প্রকাশের সুযোগ দেয়া হয়নি।

৩- তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি খোমেনীর “আল-হুকুমাহ আল ইসলামিয়্যাহ” গ্রন্থে আসা উমার রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারে অপমানজনক শব্দ ব্যবহার ও তাঁর প্রতি কুফরির অপবাদ লাগানোর প্রতিবাদ করেছিলেন।

শাইখ নাসেরুদ্দীন সুবহানী আরবী, ফার্সী ও কুর্দী ভাষায় ২০ টির মত গ্রন্থ রচনা করেছেন, যা এখনো পর্যন্ত ছাপা হয়ে বের হচ্ছে। তিনি তিন কন্যা ও স্ত্রী রেখে যান।



Leave a comment