সাবাঈ শিয়া ধর্ম শুধু আলী রা, হাসান রা, হোসাইন রা সহ সাহাবীদের নামে মিথ্যাচার করে ক্ষান্ত হয়নি, আল্লাহ্ ও নবী-রাসূলদের প্রতিও হাত বাড়িয়েছে। শিয়া যাজক বাকের মাজলিসির ধর্মগ্রন্থে, জান্নাতে আরশের নিচে ফাতিমা(রা),আলী(রা), হাসান-হুসাইন (রা) এর নামে দেখে আদম (আ) ও হাওয়া (আ) এর হিংসায় পরা ও শাস্তি পাওয়া নিয়ে লিখে-
রেযা(আ) বলেন……….
‘আদম(আ) আল্লাহকে প্রশ্ন করেন হে রব, ইনারা(আলী,ফাতিমা প্রমুখ) কারা? আল্লাহ্ বলেন, এরা তোমার বংশের এবং তোমার চেয়ে উত্তম, সব সৃষ্টির চেয়ে উত্তম, এদের সৃষ্টি না করলে জান্নাত-জাহান্নাম-আসমান-জমিন কিছুই সৃষ্টি করতাম না। সাবধান, এদের প্রতি হিংসার দৃষ্টি দিওনা তাহলে তোমাকে বের করে দেয়া হবে। তিনি(আদম) তাঁদের দিকে হিংসার দৃষ্টি দিলেন এবং তাঁদের মর্যাদা পেতে চাইলেন, অতপর শয়তান তাকে ভুল করিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো। হাওয়াকে ভুল করাল, তিনি ফাতিমা(আ)এর দিকে হিংসার সৃষ্টি দিলেন এবং আদমের মতই নিষিদ্ধ গাছের ফল খেলেন। আল্লাহ্ তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিলেন।’
[বিহারুল আনওয়ার ১৬৫/১১]
{শিয়া ধর্মগুরু ইবনে বাবুইয়্যা কুম্মী’র মা’আনিল আখবার ১২৪ পৃষ্ঠা এবং উয়ুন আখবার আর-রেযা ২৭৪-২৭৫/১ এ উদ্ধৃত}
(নাউজুবিল্লাহ)


Leave a comment