শিয়া ধর্ম অনুযায়ী ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ভুয়া, আসল মাসজিদুল আকসা আসমানে অবস্থিত। বাইতুল মুকাদ্দাসের চেয়ে ইরাকের কুফায় অবস্থিত শিয়া ধর্মের আখড়াকে মর্যাদা দিয়ে শিয়া ধর্মের তাফসির গ্রন্থে উল্লেখ-
“আবু আব্দুল্লাহ(আঃ)কে ফযিলাতপূর্ণ মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন- মসজিদুল হারাম ও মসজিদে রাসূল। আমি বললাম, আপনার জন্য আমি উৎসর্গ, মসজিদুল আকসা? তিনি বললেন- মসজিদুল আকসা আসমানে,যেখানে রাসূল(সা) গিয়েছেন। আমি বললাম, লোকেরা বলে, বাইতুল মাকদিসই মসজিদুল আকসা? তিনি বললেন, মসজিদে কুফা তার থেকে উত্তম”
[সুত্রঃ তাফসিরে আয়্যাশী পৃ ৩০২,খণ্ড ২]

শিয়া ধর্মের এই উসুল তাদের জন্মদাতা ইহুদিদের থেকেই পাওয়া। ইহুদিরা এখনো তাদের গবেষণার বরাতে দাবি করে বেড়ায় যে মুসলিমদের আল আকসা আসলে জেরুযালেমের বাইতুল মুকাদ্দাস নয় , আসমানে অথবা অন্য কোন স্থানে!

Leave a comment