ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বাতিল, ইরাকের কুফা উত্তম~ দাবি শিয়া ধর্মে

শিয়া ধর্ম অনুযায়ী ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ভুয়া, আসল মাসজিদুল আকসা আসমানে অবস্থিত। বাইতুল মুকাদ্দাসের চেয়ে ইরাকের কুফায় অবস্থিত শিয়া ধর্মের আখড়াকে মর্যাদা দিয়ে শিয়া ধর্মের তাফসির গ্রন্থে উল্লেখ-

“আবু আব্দুল্লাহ(আঃ)কে ফযিলাতপূর্ণ মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন- মসজিদুল হারাম ও মসজিদে রাসূল। আমি বললাম, আপনার জন্য আমি উৎসর্গ, মসজিদুল আকসা? তিনি বললেন- মসজিদুল আকসা আসমানে,যেখানে রাসূল(সা) গিয়েছেন। আমি বললাম, লোকেরা বলে, বাইতুল মাকদিসই মসজিদুল আকসা? তিনি বললেন, মসজিদে কুফা তার থেকে উত্তম

[সুত্রঃ তাফসিরে আয়্যাশী পৃ ৩০২,খণ্ড ২]

শিয়া ধর্মের এই উসুল তাদের জন্মদাতা ইহুদিদের থেকেই পাওয়া। ইহুদিরা এখনো তাদের গবেষণার বরাতে দাবি করে বেড়ায় যে মুসলিমদের আল আকসা আসলে জেরুযালেমের বাইতুল মুকাদ্দাস নয় , আসমানে অথবা অন্য কোন স্থানে!



Leave a comment