মুখতাসারু মিনহাজিস সুন্নাহ
অনুবাদঃ মুহাম্মাদ আবু ইউসুফ আলী
তাদের (রাফেজীদের) অনেক বোকামি রয়েছে। যেমন; তারা ইয়াযিদ কর্তৃক খননকৃত কূপের পানি পান করে না। অথচ নাবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফিরদের খননকৃত কূপের পানি পান করেছেন।
তাদের কেউ কেউ শামের তুত ফল খায় না। অথচ নাবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবীগণ কাফিরদের দেশ থেকে আমদানিকৃত পনির খেতেন। কাফিরদের বানানো পোশাক পরতেন। তার অধিকাংশ পোশাক তো কাফিরদেরই বানানো।

Leave a comment