হিজরী ৪০১ সালে সংঘটিত ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লামা ইবনে কাসীর রহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে একজন সেনাপ্রধানের নাম উল্লেখ করেছেন।চলুন আল বিদায়া থেকেই তার ব্যাপারে জেনে আসি।
উযীর আমীদুল জুয়ূশ( সেনাপ্রধান)ঃ
নামঃ হাসান ইবন আবূ জাফর উস্তাদ হুরুমুয।
জন্মঃ ৩৫০ হিজরী
মৃত্যুঃ ৪০১ হিজরী
তার পিতা ছিলেন আযুদুদ-দৌলাহর দারোয়ান। বিরানব্বই বছর বয়সে বাহাউদ-দৌলাহ তাকে উযারতী পদ দান করেন। তখন বাগদাদে ভীষণ বিশৃঙ্খলা বিরাজ করছিল। অল্প সময়ের মধ্যে তিনি শহরে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন।বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভবঘুরে লোকদের কঠোর হস্তে দমন করেন। ফলে সর্বত্র শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরীক্ষামূলক তিনি একজন খাদিমের নিকট দিনরাম ভর্তি একটি থলের মুখ খুলে দিয়ে বলেন; এটি নিয়ে বাগদাদের একপ্রান্ত থেকে শেষপ্রান্ত পর্যন্ত যাবে এবং প্রতিটি অলিগলি ঘুরবে। কেউ যদি বাধা দেয় এবং নিতে চায়, তাহলে তাকে দিয়ে দেবে এবং সে স্থানটি চিনে রাখবে। খাদিম দিনরামের থলে নিয়ে সেভাবে ঘুরল, কিন্তু কেউ বাধা দিতে সামনে এলোনা। এতে সেনাপ্রধান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করেন।
তার স্মরণীয় কীর্তিঃ তিনি রাফিযী সম্প্রদায়কে আশূরার দিন বিলাপ করতে এবং যিলহজ্জের আঠার তারিখ গাদীরে খুম দিবসে আনন্দ উল্লাস করতে বাধা দেন এবং এসব কুপ্রথা বন্ধ করে দেন।তিনি ছিলেন একজন নীতিবান ও ন্যায়বিচারক শাসক।
তথ্যসূত্রঃ আল বিদায়া ওয়ান নিহায়া,ভলিয়্যুম ১২,পৃষ্ঠাঃ ৪৩-৪৪


Leave a comment