হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির ৫৬৮ হিজরীর ঘটনাবলী লিখতে গিয়ে লিখেছেন, এ বছর বাগদাদের একজন আমীর হাসান বিন সাফি মারা যায়। সে ছিল রাফেজি( শিয়া) এবং প্রচন্ড বিদ্বেষী। তার মৃত্যুতে আহলুস সুন্নাহর সকলে খুশি হয়। তারা আল্লাহর শুকরিয়া আদায় করে৷ (আল বিদায়া ওয়ান নিহায়া, ১২/৩৩৮)
খতিব বাগদাদির উস্তাদ ইবনুন নাকিব কোথাও বসা ছিলেন৷ এ সময় রাফেজিদের(শিয়া) এক ধর্মগুরু ইবনুল মুলিমের মৃত্যুসংবাদ আসে৷ ইবনুন নকিব বলেন, ইবনুল মুলিমের মৃত্যু দেখেছি৷ এখন আর আমার মৃত্যুতে চিন্তা নাই। (তারীখে বাগদাদ, ১০/৩৮২)
(শায়খ সালিহ আল মুনাজ্জিদের লিখিত একটি ফতওয়া থেকে সংকলিত)

Leave a comment