মুখলিসীন শিয়া কারা?

আবু মাইসারা

ইসলামের প্রাথমিক যুগে মুহাজির, আনসারদের মধ্যে অনেকেই আলী রা এর সাথে চলাচল করতেন, গল্প করতেন, আড্ডা দিতেন, ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন।এদেরকেই মুখলিসীন শিয়া বলা। আমরা যেমন কথার ধরণ, চালচল্ন, ব্যবহার ইত্যাদির কারণে কারো কারো সাথে বেশি ঘনিষ্ঠ হই, বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি কিন্তু অন্য দ্বীনি ভাইকে হিংসা করিনা, ঘৃণা করিনা তেমনি ঐসব লোকেরা আলী রা কথার ধরণ, চালচলন, ব্যবহার, নবীজীর (ﷺ) চাচাতো ভাই এবং তার ছোট মেয়ের জামাই এইসব কারণে আলী রা এর সাথে চলাফেরা করতেন, তাকে ভালোবাসতেন, তাকে সব বিষয়ে সমর্থন করতেন যেমনটা আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধুর জন্য করে থাকি। কিন্তু এনারা অন্য কোন সাহাবার প্রতি বিদ্বেষ পোষণ করতেন না, অন্য কোন সাহাবীকে গালি দিতেননা কাওকে কাফের বা মুনাফিক বলা তো দূরে থাক। তাদের নিজস্ব কোন মতবাদ বা আকিদা ছিলোনা। নবীজীর (ﷺ) দেখানো পথই ছিলো তাদের পথ।



Leave a comment