নাউসিয়া ফেরকা


এরা নাউস নামক এক ব্যক্তির অনুসারী, যদিও কিছু বর্ণনা অনুযায়ী তারা নাউসা গ্রামের অধিবাসী ছিল। তাদের বিশ্বাস, ইমাম জাফর আল-সাদিক এখনও জীবিত এবং তিনি পুনরাগমন না করা পর্যন্ত মৃত্যুবরণ করবেন না। তাঁর প্রত্যাবর্তনের সময় তিনি বিজয়ী হবেন। সাদিকই হচ্ছেন কায়েম (উদিত হবেন) ও মাহদি (পথপ্রদর্শক)। তাদের মতে, তিনি বলেছেনঃ


“যদি তোমরা দেখো যে আমার মস্তক কোনো পাহাড় থেকে গড়িয়ে তোমাদের দিকে আসছে, তবুও তা বিশ্বাস কোরো না। কেননা তোমাদের মাওলা হচ্ছেন ‘তরবারিধারী ব্যক্তি’ (অর্থাৎ তিনি যুদ্ধ করেই বিজয়ী হবেন)।”


আবু হামিদ আল-জাউজানি উল্লেখ করেন যে নাউসিয়ারা দাবি করতঃ


“আলী এখনও জীবিত; কিয়ামতের আগে পৃথিবী বিদীর্ণ হবে এবং তাঁকে উদ্গীরণ করবে। তখন তিনি পৃথিবীকে ন্যায়পরায়ণতায় পূর্ণ করবেন।”

_________________________________________________________________

তথ্যসূত্রঃ

১। শাহারাস্তানি, কিতাব আল মিলাল ওয়া আন নিহাল, ইংরেজি থেকে বাংলা অনুবাদঃ আবু মাইসারা, পৃষ্ঠাঃ ১৪৩



Leave a comment