শুমাইতিয়া কারা?

ইহারা ইয়াহইয়া ইবনে আবু শুমাইতের অনুসারী। তাদের মতে, জাফর (রহ) বলেছিলেন, ‘তোমাদের পরবর্তী নেতার (ইমামের) নাম তোমাদের নবীর (সা) নামের অনুরূপ হবে।’ তারা আরও দাবি করে যে, জাফরের (রহ) পিতা তাকে বলেছিলেন, ‘তোমার যদি কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং তুমি তার নাম আমার নামে রাখ, তবে সে হবে ইমাম।’ সেই অনুসারে এই দলের মতে পরবর্তী ইমাম হলেন তার পুত্র মুহাম্মাদ।

__________________________________________________________________

তথ্যসূত্রঃ

১। শাহারাস্তানি, কিতাব আল মিলাল ওয়া আন নিহাল, ইংরেজি থেকে বাংলা অনুবাদঃ আবু মাইসারা, পৃষ্ঠাঃ ১৪৪



Leave a comment