হোসাইন (রা) এর সাথে নাসেবী শিয়াদের বিশ্বাসঘাতকতা-পর্ব-১

আবু মাইসারা

আমি অবাক হয়ে যাই শিয়ারা কিভাবে হোসাইন (রাঃ) কে কারবালায় ডেকে নিয়ে হত্যা করে আবার এখন তাঁকে নিয়ে ভালবাসার কথা বলে?!!! এই শিয়ারা কারবালার প্রধান কালপ্রিট। বাকী কালপ্রিটদের আলোচনাও পর্যায়ক্রমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ শিয়াদের হেদায়াত দিক।আল্লাহ শিয়াদের থেকে হোসাইন (রাঃ)কে হত্যার অপরাধ উত্তম ভাবে বিচার করবেন যিনি নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কলিজার টুকরা ছিলেন।

কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে শিয়ারা হোসাইন (রাঃ) কে হত্যা করেছিলো।আমি আমাদের কোন আলেমের রেফারেন্স দিবনা।আমি প্রথমেই প্রখ্যাত শিয়া আলেম “শেইখ আব্বাস কুম্মি”-র লেখা “শোকার্তের দীর্ঘশ্বাস” বই থেকে শিয়াদের বিশ্বাসঘাতকতার ফিরিস্তি তুলে ধরবো। এই বই শিয়াদের প্রখ্যাত ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের কাছে কারবালার সবচেয়ে নির্ভরযোগ্য বই। বইটি ছেপেছে তাদেরই প্রকাশনী আর শিয়া রাষ্ট্র ইরানের সহযোগীতায় যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। (নিচে স্ক্রীনশট দিয়ে দিলাম)

এবার চলুন দেখে আসি কি লিখেছে আব্বাস কুম্মি এই বইয়ে। এই বইয়ের ১ম খন্ডের ৬১ পৃষ্টায় শেইখ আব্বাস কুম্মি লিখেছে –

  • শিয়ারা হোসাইন (রাঃ) এর কাছে চিঠি লিখেছিল
  • শিয়ারা বলেছিল তারা হোসাইন (রাঃ) কে সাহায্য করবে
  • শিয়ারা বলেছিলো যে তারা হোসাইন রা এর আদেশে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের জীবনকে কোরবান করতে এগিয়ে দিবে ।

শিয়ারা কি হোসাইন (রাঃ) কে সাহায্য করেছিলো?!

হোসেইনের (রা) এর বক্তব্যের সারমর্ম পয়েন্ট বাই পয়েন্ট নিচে উল্লেখ করা হলোঃ

  • হোসেইন রা নিজে সাক্ষ্য দিলেন যে, শিয়ারা তাদের আমন্ত্রণ জানিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পরে বিশ্বাসঘাতকতা করেছে।
  • হোসাইন (রা) শিয়াদের অভিশাপ দেন যাতে তারা ধ্বংস ও দুর্দশার মধ্যে পরেন।
  • হোসাইন (রা) জানান, শিয়ারা নিজেদের শত্রুদের পক্ষ নিয়েছে এবং অনৈতিকভাবে বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
  • হোসাইন (রা) তাদের সতর্ক করেন যে, শিয়ারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের হৃদয় শান্ত এবং যুক্তি স্পষ্ট থাকা সত্ত্বেও, তারা পঙ্গপালের মতো যুদ্ধের দিকে এগিয়েছে।
  • হোসাইন (রা) শিয়াদের গুণ্ডামির জন্য তিরস্কার করেন,
  • হোসাইন (রা) বলেন, শিয়ারা দলত্যাগ করেছে, কোরআন পরিত্যাগ করেছে এবং শয়তানের উস্কানিতে আছে।
  • হোসেইন (রা) বলেন, শিয়াদের এই বিশ্বাসঘাতকতা তাদের পূর্বপুরুষদের প্রাচীন ঐতিহ্য এবং তা তাদের ক্ষতির কারণ হবে।

পাঠক এভাবেই শিয়ারা হোসাইন (রা) এর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলো।

চলবে—————————————-



Leave a comment