শিয়াদের প্রচারিত জ্বাল হাদীস-পর্ব ১

সঙ্কলনঃ আবু মাইসারা

  • হাসান বসরী হযরত আলী (রা) থেকে খিরকা বা সুন্নী তরীকার দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে যা কিছু প্রচলিত আছে সবই ভিত্তিহীন বাতিল কথা। [১]
  • خَلَقْتُ أَنَا وَعَلِيٌّ مِنْ نُورٍ وَكُنَّا عَنْ يَمِينِ الْعَرْشِ نُسَبِّحُ اللهَ قَبْلَ أَنْ يَخْلُقَ اللهُ آدَمَ بِأَلْفِ عَامٍ ، ثُمَّ قَلَّبَنَا فِي أَصْلَابِ الرِّجَالِ

‘আমি ও আলীকে নূর থেকে সৃষ্টি করা হয়। আদমের সৃষ্টি ২ হাজার বৎসর পূর্বে আমরা আরশের ডান পাশে ছিলাম। অতঃপর যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তখন আমরা মানবদের উরুতে ঘুরতে লাগলাম।’’ মুহাদ্দিসগণ একমত যে, কথাটি একটি মিথ্যা ও জাল হাদীস। জা’ফর ইবনু আহমদ ইবনু আলী আল-গাফিকী নামক একজন মিথ্যাবাদী জালিয়াত এই হাদীসটি বানিয়েছে এবং এর জন্য একটি সনদও সে বানিয়েছে।[২]

  • পঞ্চম শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ও ঐতিহাসিক আহমদ ইবনে আলী আবু বাকর খতীব বাগদাদী তার ‘তারীখ বাগদাদ’ গ্রন্থে একটি হাদিস উদ্ধৃত করেছেন। তার সনদে তিনি বলেন.. আবু ইসহাক ইব্রাহীম ইবনুল হুসাইন ইবনু দাউদ আল কাত্তান ৩১১ হিজরীতে তার ছাত্র মুহাম্মাদ ইব্নু ইসমাইলকে বলেছেন। আবু ইসহাক বলেন, আমাদেরকে মুহাম্মাদ ইব্নু খালফ আল-মারওয়াযী বলেছেন, আমাদেরকে মুসা ইবনু ইব্রাহীম আল- মারওয়ানী বলেছেন, আমাদেরকে ইমাম মূসা কাযিম বলেছেন, তিনি তাঁর পিতামহদের সূত্রে বলেছেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

خُلِقْتُ أَنَا وَهَذَانِ وَابْنِي وَأَخِي مِنْ طِينَةٍ وَاحِدَةٍ مِنْ تَحْتِ الْعَرْشِ مِنْ حُبِّ الْحَسَنِ وَالْحُسَيْنِ

“আমি, হারুন ইবনে ইমরান (আ), ইয়াহইয়া ইবনে যাকারিয়া (আ) ও আলী ইবনে আবু তালিব একই কাদা থেকে সৃষ্টি।”[৩]

লক্ষ্য করুন, এই সনদে রাসূল-বংশের বড় বড় ইমামদের নাম রয়েছে। কিন্তু মুহাদ্দিসগণ একমত যে, হাদিসটি জাল ও মিথ্যা কথা। এই সনদের দুইজন রাবী: মুহাম্মাদ ইবনু খালাফ ও তার শিক্ষক মূসা ইবনু ইব্রাহীম উভয়েই মিথ্যাবাদী ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত। এই দুইজনের একজন হাদিসটি বানিয়েছে। তবে জালিয়াতির ক্ষেত্রে প্রসিদ্ধ বেশি ছিল উস্তাদ মূসার[৪]

  • পঞ্চম হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবু নুয়াইম ইসফাহানী তার ‘কাহাইলুস সাহাবাহ’ গ্রন্থে একটি হাদিস সংকলন করেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফাতেমাকে (রা) সম্বোধন করে হাসান-হুসাইন সম্পর্কে বলেছিলেন:

خُلِقْتُ وَخُلِقْتِ هٰذِهِ مِنْ طِيْنَةٍ وَاحِدَةٍ

“আমি এবং তোমারা একই মাটি থেকে সৃষ্টি হয়েছি।”

সুয়ূতী, ইবনু ইরাক প্রমুখ মুহাদ্দিস হাদিসটিকে জাল বলেছেন।


তথ্যসূত্রঃ

[১] বিস্তারির দেখুনঃ জাহাংগীর, আব্দুল্লাহঃ হাদীসের নামে জালিয়াতি, পৃষ্ঠাঃ২১৮

[২] ইবনুল জাওয়ী, আল-মাউদূআত ১/২৫৪; সুয়ূতী, আল-লাআলী ১/৩২০; ইবনু ইরাক, তানযীহ ১/৩৫১; শাওকানী, আল-ফাওয়াইদ ২/৪৩৪। বিস্তারির দেখুনঃ জাহাংগীর, আব্দুল্লাহঃ হাদীসের নামে জালিয়াতি, পৃষ্ঠাঃ২৫৬

[৩] খতীব বাগদাদী, তারীখ বাগদাদ ৬/৫৮।

[৪] ইবনুল জাওয়ী, আল-মাউদূআত ১/২৫৩-২৫৪: যাহাবী, মীযানুল ইতিদাল ৬/১৩৫; ইবনু হাজার, লিসানুল ইয়ান ৫/৫৭৫; সুয়ূতী, আল-লাআলী ১/৩২০; ইবনু ইরাক, তানযীহ ১/৩৫১; শাওকানী, আল-ফাওয়াইদ ২/৪৩৩।

[৫] সুয়ূতী, যাইলুল-লাআলী, পৃষ্ঠা ৬২; ইবনু ইরাক, তানযীহ ১/৪০০



Leave a comment