শিয়া নেতা ও হাদীসবিশারদগণ

যাইদিয়া সম্প্রদায়ের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিরা জারুদিয়া মতাবলম্বী ছিলেন: আবু খালিদ আল-ওয়াসিতী, মানসুর ইবনুল আসওয়াদ ও হারুন ইবন সা’দ আল-‘ইজী। আর নিম্নলিখিত ব্যক্তিরা বত্রিয়া মতাবলম্বী ছিলেন: ওয়াকি’ ইবনুল জাররাহ, ইয়াহয়া ইবন আদম, ‘উবাইদুল্লাহ ইবন মুসা, ‘আলী ইবন সালিহ, আল-ফাদল ইবন দাকিন ও আবু হানীফা।

ইমাম মুহাম্মাদের সমর্থনে মুহাম্মাদ ইবন ‘আজলান বিদ্রোহ করেন। ইমাম ইবরাহিমের সমর্থনে নিম্নলিখিত ব্যক্তিরা বিদ্রোহ করেন: ইবরাহিম ইবন সা’ঈদ, ‘আব্বাদ ইবন ‘আওওয়াম, ইয়াজিদ ইবন হারুন, আল-‘আলা’ ইবন রাশিদ, হাশিম ইবন বশীর, আল-‘আওওয়াম ইবন হাওশাব ও মুসতালিম ইবন সা’ঈদ।

ইমামিয়া ও অন্যান্য শিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন নিম্নলিখিত ব্যক্তিরা: সালিম ইবন আবুল জা’দ, সালিম ইবন আবু হাফসা, সালামা ইবন কুহাইল, সুওয়াইর ইবন আবু ফাখিতা, হাবীব ইবন আবু সাবিত, আবুল মিকদাম, শু’বা, আল-আ’মাশ, জাবির আল-জা’ফী, আবু ‘আবদুল্লাহ আল-জাদালী, আবু ইসহাক আল-সাবি’ঈ, আল-মুগীরা, তাউস, আল-শা’বী, ‘আলকামা, হুযাইরা ইবন বিরইয়াম, হাববা আল-‘ইরনী ও আল-হারিস আল-আ’ওয়ার।

শিয়া লেখকদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেনঃ হিশাম ইবনুল হাকাম, ‘আলী ইবন মানসুর, ইউনুস ইবন ‘আবদুর রহমান, আল-শাক্কাল, আল-ফাদল ইবন শাযখান, আল-হুসাইন ইবন ইশকাব, মুহাম্মাদ ইবন ‘আবদুর রহমান, ইবন কিব্বা, আবু সাহল আল-নাওবাখতী ও আহমাদ ইবন ইয়াহয়া আল-রাওয়ান্দী। পরবর্তী সময়েরদের মধ্যে ছিলেন আবু জা’ফর আল-তুসী।


তথ্যসূত্রঃ

১। শাহারাস্তানি, কিতাব আল মিলাল ওয়া আন নিহাল, ইংরেজি থেকে বাংলা অনুবাদঃ আবু মাইসারা, পৃষ্ঠাঃ ১৬৩



Leave a comment