৪৮৭ হিজরি সনে (১০৯৪ খ্রিস্টাব্দে) অষ্টম উবায়দি (ফাতিমি) শাসক (অষ্টাদশ ইসলামইলি ইমাম) মুসতানসিরের মৃত্যুর পর উবায়দি রাজপরিবারের পরবর্ত্তী শাসক ও ইমাম নির্ধারণ প্রসঙ্গে দু-ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক দল তার পুত্র নিযার আল-মুসতাফা লি দ্বীনিল্লাহকে ইমাম দাবি করে। এরাই ইতিহাসে নিযারিয়া নামে পরিচিতি লাভ করে। অপর দল তার আরেক পুত্র আহমাদ মুসতালিকে ইমাম দাবি করে। এরাই মুসলতালিয়া নামে পরিচিতি লাভ করে।
তথ্যসূত্রঃ
[১]সারজানি, রাগিব, ইসলামি ইতিহাস, ২য় খন্ড, পৃঃ ১৬২

Leave a comment