১।কোন রাজনৈতিক দল বা সংগঠন, বা কোন বিশেষ মতাবলম্বীদের সাথে এই ওয়েবসাইটের কোনো রকম সংশ্লিষ্টতা নেই।
২।এই ওয়েবসাইটের কোনো কন্টেন্টের লেখক, বক্তা, প্রকাশক, সহযোগী প্রতিষ্ঠান বা দলের সাথে আমাদের কোন রকম চুক্তি /সংশ্লিষ্টতা নেই। এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন এবং ইসলামের বিরুদ্ধে শিয়া রাফেজীদের তোলা অভিযোগগুলোর খণ্ডন।
৩।এটি একটি স্বাধীন সাইট, প্রত্যক্ষ বা পরোক্ষ কোন লিঙ্কের মাধ্যমে কোন সংস্থা আমাদের পেইজ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবে না।
৪।অনুমতি ব্যতিত আমাদের লেখা কপি করে কেউ কোন প্রোডাক্ট যেমন সাইট, এপ ইত্যাদি তৈরি করতে পারবে না।
৫। shiaexposed.com এর ফেসবুক পেইজে পোস্ট করা ফ্যানদের সমস্ত কমেন্ট, লিঙ্ক, ছবি, ভিডিও ইত্যাদি (ইউজার কন্টেন্ট) এই ওয়েবসাইটের ও এর সাথে জড়িত এডমিনদের মতামত বা আদর্শের প্রকাশক নয়। কোন ইউজার কন্টেন্টের জন্য shiaexposed.com দায়ী নয়, এবং এতে প্রকাশিত কারও মতামত এ্যান্টি রাফেজী টিম সত্যায়ন করে না।
৬।shiaexposed.com এ প্রকাশিত মতামত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট পোষ্টের লেখকের অথবা বক্তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, যা শুধুমাত্র তথ্যজ্ঞাপক বা ইসলামের বিরুদ্ধে আরোপিত অভিযোগের খণ্ডনের উদ্দেশ্যে প্রকাশিত, অবৈধ উদ্দেশ্যে নয়। কারও উদ্দেশ্যমূলক, অসংযত অথবা অবহেলামূলক কার্যকলাপের জন্য এই ওয়েবসাইটের অ্যাডমিনরা দায়ী নয়।
৭।এ ওয়েব সাইটে প্রচারিত সকল তথ্যের শুদ্ধতার নিশ্চয়তার জন্য অক্লান্ত পরিশ্রম ও আপ্রাণ চেষ্টা করা হয়। তারপরও কিছু ভুলভ্রান্তি থেকে যেতে পারে এবং আমরা এ দায়িত্ব নিতে পারি না যে, প্রচারিত সব বিষয়-বস্তুই ত্রুটিমুক্ত ও নির্ভুল।প্রচারিত তথ্যের বিশুদ্ধতার ক্ষেত্রে shiaexposed.com কোনো আইনী দায়ভার গ্রহণ করে না।
৮।এ ওয়েব সাইটে পরিবেশিত তথ্য ওয়েব সাইট স্বত্বাধিকার কিংবা পরিচালকের অভিমত হিসেবে বিবেচিত নয়।
৯।এ ওয়েব সাইটে পরিবেশিত তথ্যের উপর ভিত্তি করে সাইটের ভিজিটর যে সিদ্ধান্তে উপনীত হয়, তার দায়ভার সে নিজেই বহন করবে এবং সেটি ওয়েব সাইটের সাথে সম্পৃক্ত নয়।
১০। shiaexposed.com এডমিন এ ওয়েব সাইটে পরিবেশিত জ্ঞান ও তথ্যকে যে কোন সময় পরিবর্তন ও সংশোধন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। পূর্ব ঘোষণা ব্যতীত যে কোন সময়ই shiaexposed.com তার সাইটে পরিবর্তন করার ক্ষমতা রাখে।
১১।shiaexposed.com এডমিন অত্র ওয়েব সাইটে প্রচারিত স্পর্শকাতর বিষয়বস্তু হতে সৃষ্ট শান্তি ও নিরাপত্তা বিরোধী পরিস্থিতির জিম্মাদার নয়।
১২।এ ওয়েব সাইটের সাথে সম্পৃক্ত অন্য ওয়েব সাইটে প্রবেশ করা, এই ওয়েব সাইটে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে অন্য ওয়েব সাইটে প্রবেশ করার করার ব্যাপারে Shia Exposed টিম কোনো দায়-দায়িত্ব বহন করে না। তাতে প্রবেশ করবেন নিজ দায়িত্বেই। কারণ, সে সকল ওয়েব সাইট আমাদের নিয়ন্ত্রণে নেই। এবং এটাও মনে করা যাবে না যে, shiaexposed.com এ প্রাপ্ত অন্যান্য ওয়েবসাইটের সাথে Shia Exposed টিম সম্পৃক্ত বা অন্যান্য ওয়েব সাইটে উপস্থাপিত জ্ঞান ও তথ্যের ব্যাপারে এ্যান্টি রাফেজী টিম একমত। এ্যান্টি রাফেজী টিম সে সব ওয়েবের লিংক দিয়ে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। তাছাড়া সে সব ওয়েব সাইটে প্রদত্ত তথ্যের কোনো দায়-দায়িত্ব এ্যান্টি রাফেজী টিম কখনও বহন করে না।
১৩।ওয়েব সাইটে যে কোন ভুল-ত্রুটি থাকা নিতান্তই স্বাভাবিক। যে কোন ভুল দৃষ্টিগোচর হলে Shia Exposed টিমকে অবগত করার জন্য বিনীত অনুরোধ রইল।
১৪।এ দায়মুক্তির ছাড়পত্র প্রযোজ্য হবে shiaexposed.com ওয়েবসাইটের সকল ভিজিটারদের জন্য।
১৫। উপরের এই সকল নীতিমালাগুলো ওয়েবসাইট এবং ফেসবুক পেজ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
চুক্তিবদ্ধতা /সংশ্লিষ্টতা
shiaexposed.com কোনো রাজনৈতিক দল, সংগঠন বা নির্দিষ্ট কোনো মতাদর্শ অনুসারী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত নয়। তাই, এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত কিছু ওয়েবসাইট যদি ধর্মীয় উগ্রতা, সহিংসতা বা বিভ্রান্তিকর মতামত প্রচার করে, তাহলে shiaexposed.com সেগুলোর দায়ভার গ্রহণ করবে না এবং সেগুলোর প্রতি সমর্থনও প্রদান করবে না।
আমাদের লক্ষ্য হচ্ছে—যে জীবনব্যবস্থা মানবজাতিকে শান্তির পথে আহ্বান করে, তা সম্পর্কে যদি শিয়া রাফেজীদের প্রচারণার কারণে মানুষের মনে কোনো ভুল ধারণা সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেই ভুল দূর করা এবং সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা।
