-
শিয়া-সুন্নী ঐক্য প্রসংগে আল্লামা উবায়দুল হক (রহ)
[১৯৯০ সালের মার্চ মাসে প্রকাশিত আল্লামা সাইয়েদ মুহিব্বুদ্দীন আল-খতীব কতৃক লিখিত “ শিয়া-সুন্নী ঐক্য প্রসংগ” বইয়ে আল্লামা উবায়দুল হক (রহ) এর দেওয়া মুখবন্ধ] আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করে আসছি যে, দ্বাদশ ইমামগণী শিয়া মযহাবের পক্ষ থেকে তথাকথিত ‘শিয়া-সুন্নী ঐক্য’ প্রতিষ্ঠার নামে বিভিন্ন সুন্নীদেশে শিয়াবাদকে জনপ্রিয় করে তোলার জন্য ব্যাপক প্রচার কার্য চালানো হচ্ছে এখন Continue reading
-
মজলুম সাহাবী মুয়াবিয়া রা কে মদ্যপ বানানোর চেষ্টা
(শিয়া কাফেররা মুয়াবিয়া রা কে মদ্যপ বলে প্রমান করার চেষ্টা করে।আল্লাহর লানত শিয়াদের উপর।ইতিহাসের মহান সাহাবী, মজলুম সাহাবী হলো মুয়াবিয়া রা।শিয়া কাফেরদের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলুন।) লেখকঃ আবু আব্দিল্লাহ আমীরে মুয়াবিয়া কি মদ্যপ ছিলেন নাউযুবিল্লাহ..? এই অপবাদ রাফেজিরা ( শিয়ারা)দিয়ে থাকে। তাদের বক্তব্যের দলিল হলো নিম্নোক্ত মুসনাদে আহমাদের হাদীস। حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي Continue reading
-
মুয়াবিয়া রা কি আলী রা কে গালি দিতেন?
আবু মাইসারা শিয়া কাফেররা দাবি করে মুয়াবিয়া রা ফাসেক কারণ তিনি আলী রা গালি দিতেন এবং অন্যকেও গালি দিতে বলতেন।শিয়ারা মুসলিমদের হাদীস দিয়ে নিজেরা মনমতো ব্যাখ্যা করে সাধারণ মুসলিমদের ধোকা দেয়।তো আসুন এ ব্যাপারে আলোচনা করা যাক। হাদীসটি নিম্নোরূপঃ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ حَدَّثَنَا حَاتِمٌ، – Continue reading
-
আহলে বাইত কারা?- পর্বঃ১
বইঃ আহলে বাইতঃমধ্যপন্থী এবং চরমপন্থী মতবাদগুলোর মধ্যে আহলে বাইতের প্রকৃত পরিচয়ের অনুসন্ধান। লেখকঃমুহাম্মদ সালিম আল খিদ্বর অনুবাদঃ আবু মাইসারা কপিরাইটঃ অনুবাদক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুবাদকের লিখিত অনুমতি ব্যতীত বইটি কেউ প্রকাশ করলে তা আইনত দন্ডনীয় আপরাধ বলে গণ্য হবে।তবে প্রচারের উদ্দেশ্যে যে কেউ এই ওয়েবসাইট থেকে যেকোন লেখা কোন রকম কাটছাট ব্যতীত যেকোন অনলাইন প্লাটফর্মে Continue reading
