শিয়া ও নবিজীর প্রিয় সাহাবায়ে কেরাম
-
আবু বকর (রা) ও উমর (রা) কে গালি দেওয়ার ভয়ংকর পরিণতি

শারহু উসুলুল ইতিকাদ-ইমাম লালকায়ী অনুবাদঃ আবু মাইসারা ঘটনা-১ঃ[১] وأنا عبد الرحمن بن عمر، قال: نا محمد بن أحمد، قال: نا يعقوب، قال: نا خلف بن تميم قال: نا بشر أبو الخطيب قال: كنت رجلاً تاجراً وكنت موسراً وكنت أسكن كبدائن كسري، وذلك في زمان طاعون ابن هبيرة. فأتاني أجير لي يدعي: أشرف، فذكر أن رجلاً Continue reading
-
রাসূল (ﷺ) এর প্রিয় সাহাবীদের উপর শিয়াদের জঘন্য অপবাদ

আবু মাইসারা রাফেজী শিয়ারা সীমা লংঘণ করতে করতে কোন পর্যায়ে গেছে তা মুসলিমরা চিন্তাও করতে পারবেন না। আল্লাহর রাসূল (ﷺ) সাহাবীদের ব্যাপারে হাদীসশাস্ত্রে আমাদের সতর্ক করে বলে গেলেন, ‘আল্লাহ তায়ালা আমাকে নির্বাচিত করেছেন এবং আমার জন্য আমার সাহাবাদেরকে নির্বাচিত করেছেন। তাদেরকে আমার জন্য উজির, আনসার ও সৈন্য হিসেবে তৈরী করেছেন। যে ব্যক্তি তাদেরকে মন্দ বলবে, Continue reading
-
সাহাবীদের (রা) কুকুর ও শূকরের চেয়েও নিকৃষ্ট বলে গালি দিল খোমেনি
আবু মাইসারা শিয়ারা তাকিয়া করে বলে বেড়ায় খোমেনি নাকি সাহাবীদের গালি দিতেন না এবং গালি দিতে নিষেধ করেছেন। এই কথা শুনে সাধারণ মুসলিমরা রাফেজীদের ফাদে পরে যায় কারণ তারা রাফেজীদের কিতাব পড়েনি। আপনারা সারা জীবন সাধণা করেও রাফেজী শিয়াদের কিতাবে আমিরুল মুমিনীন আবু বকর সিদ্দি রা, উমর ফারক রা, তালহা রা, যুবায়ের রা, আহলে বাইতের Continue reading
-
হাদীসশাস্ত্রে সাহাবীদের সম্মান
সংকলনঃ আবু মাইসারা হাদীস-১ঃ دَّثَنَا آدَمُ بْنُ أَبِيْ إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الأَعْمَشِ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا تَسُبُّوْا أَصْحَابِيْ فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيْفَهُ تَابَعَهُ جَرِيْرٌ وَعَبْدُ اللهِ بْنُ دَاوُدَ وَأَبُوْ مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنْ الأَعْمَشِ Continue reading
-
মুলহিদ শিয়া যাজক বাকের মাজলেসীর মাতলামি
মুহা. ইসমাইল হুসাইন ধামরাই, ঢাকা । ___________________________________ কুখ্যাত শিয়া কাফের রাফেজী ইমামিয়াদের আক্বীদা হলো “তিন খলিফা রাযি. দের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের সাথে শত্রুতা পোষণ করা ঈমানের অংশ!” এব্যাপারে তাদের আক্বীদার কিতাবে স্পষ্ট লিখেছে তাদের মুলহিদ যাজকগন ৷ এখন আসুন দেখি এই শিয়া শয়তানেরা তিন খলিফা রাযি. ও আম্মা আয়েশা রাযি. সহ আরো কিছু Continue reading
-
মজলুম সাহাবী মুয়াবিয়া রা কে মদ্যপ বানানোর চেষ্টা
(শিয়া কাফেররা মুয়াবিয়া রা কে মদ্যপ বলে প্রমান করার চেষ্টা করে।আল্লাহর লানত শিয়াদের উপর।ইতিহাসের মহান সাহাবী, মজলুম সাহাবী হলো মুয়াবিয়া রা।শিয়া কাফেরদের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলুন।) লেখকঃ আবু আব্দিল্লাহ আমীরে মুয়াবিয়া কি মদ্যপ ছিলেন নাউযুবিল্লাহ..? এই অপবাদ রাফেজিরা ( শিয়ারা)দিয়ে থাকে। তাদের বক্তব্যের দলিল হলো নিম্নোক্ত মুসনাদে আহমাদের হাদীস। حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي Continue reading
-
মুয়াবিয়া রা কি আলী রা কে গালি দিতেন?
আবু মাইসারা শিয়া কাফেররা দাবি করে মুয়াবিয়া রা ফাসেক কারণ তিনি আলী রা গালি দিতেন এবং অন্যকেও গালি দিতে বলতেন।শিয়ারা মুসলিমদের হাদীস দিয়ে নিজেরা মনমতো ব্যাখ্যা করে সাধারণ মুসলিমদের ধোকা দেয়।তো আসুন এ ব্যাপারে আলোচনা করা যাক। হাদীসটি নিম্নোরূপঃ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ حَدَّثَنَا حَاتِمٌ، – Continue reading
